Sylhet View 24 PRINT

এমসি কলেজে গণধর্ষণ: হবিগঞ্জ সীমান্তে পুলিশের কড়া নজরধারী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৭ ১৯:০০:২৫

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :: সিলেটের এমসি কলেজ স্বামীর কাছ থেকে নববধূকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের ঘটনায় আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে প্রধান আসামী সাইফুর রহমানসহ দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেছিল মামলার অন্যতম আসামী অর্জুন লস্কর। যদিও তার শেষ রক্ষা হয়নি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সিলেট গোয়েন্দা পুলিশ সোমবার ভোরে তাকে গ্রেফতার করে। তবে অর্জুনের দেশ থেকে পালানোর চেষ্টার বিষয়টি নিয়ে আরও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্য আসামীরা যেন দেশ থেকে পালাতে না পারে সে জন্য হবিগঞ্জ সীমান্তে আরও কড়া নজরধারী রাখা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আসামীদের ধরতে ও দেশ থেকে যেন পালাতে না পারে এর জন্য হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট সীমান্তে কঠোর নজরধারী রাখার কথা জানিয়ে জেলা পুলিশ। সীমান্তে পুলিশের পাশাপাশি কাজ করছেন বিট পুলিশের সদস্য ও নিজস্ব সোর্স।

এ ব্যাপারে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) চম্পক ধান বলেন, ‘আমাদের পাশ্ববর্তী উপজেলা মাধবপুর সীমান্ত দিয়ে এক আসামী পালানোর চেষ্টা করেছিল। তাই আমরা চুনারুঘাট সীমান্তে নজরধারী বাড়িয়েছি। পুলিশের পাশাপাশি বিট পুলিশের নেতৃবৃন্দ ও নিজস্ব সোর্স কাজ করছে সীমান্তে।’

তিনি বলেন, ‘মামলার অন্যতম আসামী শাহ্ মাহবুবুর রহমান রনির বাড়ি হবিগঞ্জ। সে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের শাহ্ জাহাঙ্গীরের ছেলে। যেহেতু সে চুনারুঘাটের পাশ্ববর্তী উপজেলার ছেলে সেহেতু এদিকে সীমান্ত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।’

শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. আল-মামুন বলেন, ‘এখন পর্যন্ত সিলেট থেকে আমাদের কাছে কোন কাগজপত্র আসেনি। তবে যেহেতু এটি জাতীয় ইস্যু সেহেতু আমরা বিষয়টি কাগজের মধ্যে সীমাবদ্ধ রাখিনি। তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া রনির বাড়িতেও কঠোর নজরধারী রয়েছে।’

একই কথা জানালেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ‘এক আসামী মাধবপুর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টার সময় আটক হয়েছে। তাই আমরা অন্য আসামীদের ধরতে তৎপরতার পাশাপাশি সীমান্তে নজরধারী বাড়িয়েছি।’


সিলেটভিউ২৪ডটকম/২৭ সেপ্টেম্বর ২০২০/কেএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.