আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

সাতছড়ি উদ্যান থেকে ৩ পাখি শিকারী আটক, কারাদণ্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৭ ১৭:৫১:০৩

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে পাখি শিকারের সময় তিন শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু পাখি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে তিন মাস করে কারাদন্ড দেয়া হয়।
মঙ্গলবার (২৭ অক্টোম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার মিল্টন পাল এ দ-াদেশ প্রদান করেন।

দ-প্রাপ্তরা হলেন- উপজেলার বালিয়ারি গ্রামের আব্দুল হেকিমের ছেলে রুকু মিয়া (৫২), একই গ্রামের আনোয়ার আলীর ছেলে আব্দুল কাইয়ূম (৪৬) এবং আব্দুল হান্নানের ছেলে আল আমিন (২৬)।

চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার মিল্টন পাল জানান- সাতছড়ি জাতীয় উদ্যান থেকে প্রায় সময়ই কয়েকটি শিকারি দল পাখি শিকার করে নিয়ে যায়। সম্প্রতি অভিযান চালিয়ে বন বিভাগ বেশ কয়েকজন পাখি শিকারীকে আটক করে কারাদ- দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে কয়েকজন শিকারি আবারও উদ্যানের ভেতরে পাখি শিকার করতে গেলে বন কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

এদিকে, দুপুরে আটককৃতদের চুনারুঘাট উপজেলার সহকারি কমিশনার মিল্টন পালের কাছে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেক শিকারিকে ৩ মাসের কারাদ- প্রদান করেন।


সিলেটভিউ২৪ডটকম / ২৭ অক্টোবর, ২০২০ / কে.এস / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন