আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আজমিরীগঞ্জে সরকারি চাল উদ্ধার, একজনকে কারাদণ্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-১৬ ২৩:১০:১৩

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসুচির ৩ হাজার ৮শ’ ৩০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় চালগুলো পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে কারাদন্ড দেয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আটক রুকু মিয়া (৫৫) শিবপাশা যশকেশরী গ্রামের মৃত আব্দুল হাসিম মিয়ার ছেলে।

সোমবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিবপাশা চৌধুরী বাজারে অভিযান চালান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান।

ইউএনও মতিউর রহমান খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় রুকু মিয়ার গুদাম ঘর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির ৩ হাজার ৮শ’ ৩০ কেজি চাল উদ্ধার করেন৷ পরে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়৷
তিনি বলেন, ‘রুকু মিয়া দাবি করছেন খাদ্যবান্ধব কর্মসুচির সুবিধাভোগিদের কাছ থেকে চালগুলি কিনেছেন। তবে এই চাল ক্রয়-বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।’

অভিযান পরিচালনাকালে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলমসহ পুলিশের একটি টিম সহযোগিতা করেন।


সিলেটভিউ২৪ডটকম / ১৬ নভেম্বর, ২০২০ / কাজল / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন