আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

হাসপাতালে একই সুতো দিয়ে একাধিক শিশুকে সেলাই! চলছে আরও যত অনিয়ম

মাধবপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-৩০ ১৮:১৯:৫২

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ১ টি হাসপাতাল ও ১ টি ডায়াগনস্টিক সেন্টার কে ভোক্তার অধিকার আইনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার(৩০ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ  ও শামসুদ্দিন মো. রেজা পৌর শহরের তিতাস শিশু হাসপাতালে অভিযান চালিয়ে সেখানে এক্সরে রুমের দরজায় লেড শিট ব্যবহার না করা, একজনের সেলাইয়ের কাজে ব্যবহৃত সুতা আরেকজনের সেলাইয়ে ব্যবহার করাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড- অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টাররের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট না এবং  প্রয়োজনীয় কাজগপত্র না থাকার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।


সিলেটভিউ২৪ডটকম / ৩০ নভেম্বর ২০২০ / শামিম / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন