Sylhet View 24 PRINT

হবিগঞ্জে মাত্র ২১ কার্যদিবসে দুই শতাধিক নারী-শিশু মামলা নিষ্পত্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-৩০ ১৮:৪৪:৪০

কাজল সরকার, হবিগঞ্জ :: হবিগঞ্জে ২১ কার্যদিবসে রেকর্ড পরিমাণ ২০৫টি মামলা নিষ্পত্তি করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিষয়টিকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যুগান্তকারী মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ২০৫টি মামলার নিষ্পত্তি করতে গিয়ে ২৮১ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সবগুলো মামলারই নিষ্পত্তি করেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক সুদীপ্ত দাস।

আদালত সূত্রে জানা যায়, এই বিপুল সংখ্যক নিষ্পত্তিকৃত মামলার মধ্যে দীর্ঘদিনের ঝুঁলে থাকা বেশ কয়েকটি মামলাও রয়েছে। এর মধ্যে ২০০২ সালের ১টি, ২০০৩ সালের ১টি, ২০০৭ সালের ১টি, ২০০৯ সালের ১টি, ২০১০ সালের ৪টি, ২০১১ সালের ৬টি, ২০১২ সালের ৮টি, ২০১৩ সালের ২টি, ২০১৪ সালের ২টি, ২০১৫ সালের ৯টি, ২০১৬ সালের ১টি মামলা রয়েছে।

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালে স্পেশাল পিপি এডভোকেট আবুল হাসিম মোল্লা মাসুম বলেন, হবিগঞ্জ জেলায় আদালত প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ২১ কার্যদিবসে কোন একক আদালতে এই বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি হয়নি।


সিলেটভিউ২৪ডটকম / ৩০ নভেম্বর ২০২০ / কাজল / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.