আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মাদক ব্যাবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না: হবিগঞ্জের পুলিশ সুপার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৩ ২০:৫৬:৩৩

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিট পুলিশিং সমাবেশ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হবিগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সমাবেশ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আপন মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দীন ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে পুলিশ। মাদক ব্যাবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান সন্ধ্যার পরে কোথায় যায়? কার সাথে মিশে? খেয়াল রাখুন।

তিনি আরও বলেন, পুলিশ এখন বদলে গেছে। এখন পুলিশ ঘুষ খায় না। আজকে যে কম্বল বিতরণ করা হচ্ছে তা পুলিশের বেতনের টাকায় কেনা।

পরে পুলিশ সুপার শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০২১/ডিজেএস-১০

শেয়ার করুন

আপনার মতামত দিন