Sylhet View 24 PRINT

চুনারুঘাট সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৩ ০০:৪৮:৪৪

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ::   চুনারুঘাট সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন-এর বার্ষিক বনভোজন-২০২১ সম্পন্ন হয়েছে। প্রাকৃতিক অপরুপ সৌন্দর্য্যরে লিলাভূমি সাতছড়ি জাতীয় উদ্যানে শুক্রবার (২২ জানুয়ারী) দিনব্যাপী সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ বনভোজনের আয়োজন হয়।

বনভোজনে প্রথম পর্বে সাংবাদিকদের মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামসু।

দুপুরে মধ্যাহৃভোজ শেষে বিকেল বেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলমগীর হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন-তরফবার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- সাতছড়ি জাতীয় উদ্যানের কর্মকর্তা মাহমুদ হোসেন, চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম, ১০নং মিরাশী ইউপি সামাজিক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, আইটি এক্সপার্ট হেলাল আহমেদ, ইউপি সদস্য জসিম উদ্দিন, সাইনটেকের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ সুমন।

মিনল মেলায় চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন- চুনারুঘাট প্রেসকাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, যুগ্ন সম্পাদক জোনায়েদ আহমেদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সহ-সভাপতি শাহজাহান জলি, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ন সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, দপ্তর সম্পাদক নাজিরুজ্জামান শিপন, চুনারুঘাট অনলাইন প্রেসকাব সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রেসকাবের সাহিত্য সম্পাদক এস এম সুলতান খাঁন, সদস্য এস আর রুবেল, ইফতি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মুহাম্মদ আলী জিন্নাহ্ চৌধুরী প্রমূখ।

বনভোজনে শেষে সিনিয়র সাংবাদিক নুরুল আমিনের লেখা সদ্য প্রকাশিত ‘কাটা তার পেরিয়ে’ বইটির মোরক উন্মোচন করেন সকল সাংবাদিকবৃন্দ এবং আরেক সিনিয়র সাংবাদিক হাসান আলীকে সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলমগীর হোসেন তালুকদার উপহার প্রদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জানুয়ারি ২০২১/এমএসজেএ/মিআচৌ-৩

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.