আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৭ ২৩:০৬:৪৯

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে সোশ্যাল মিডিয়া গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল বায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেল স্টেশন  প্লাটফর্মে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ পারুল এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি মাধবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ধর্মঘর ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দরা। নবাগত ওসি আবদুর রাজ্জাক প্রধান অতিথির বক্তব্যে বলেন মাদকের কোন স্থান নেই। কয়েকজন লোকের জন্য সমাজ ধ্বংস করা যাবে না।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা আওয়ামীলীগ যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আবু তাহের, ধর্মঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুহেল মিয়া, আওয়ামী লীগ নেতা মিনার মিয়া,সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম, এ সময় উপস্থিত ছিলেন, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ধর্মঘরের বিট অফিসার এস আই দেবাশীষ তালুকদার, বাবুল চৌধুরী,মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর ফজলে রাব্বী, ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ মিয়া, সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজা মিয়া, ইউপি সদস্য আব্দুল আওয়াল প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা ছিলেন ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান।  


সিলেটভিউ২৪ডটকম / সানাউল / ডালিম-১৯

শেয়ার করুন

আপনার মতামত দিন