আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১২ ২০:১৭:৩১

হবিগঞ্জ প্রতিনিধি :: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ট্রাকভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার ভোররাতে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্ধ করে। জব্দকৃত পলিথিনের পরিমাণ ১২ টন বলে জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।

তিনি বলেন, সোমবার ভোররাতে নিষিদ্ধ পলিথিন ভর্তি করে একটি ট্রাক ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-সিলেট মাহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায় হবিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম। এ সময় ট্রাকভর্তি প্রায় ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘জব্দকৃত পলিথিন বর্তমানে পুলিশের কাছেই রয়েছে। পরিবেশ অধিদফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’এছাড়া এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ১২ এপ্রিল ২০২১/কাজল/জুনেদ     

শেয়ার করুন

আপনার মতামত দিন