আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মালয়েশিয়া ছাত্রলীগের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১০ ০০:৩২:৩৩

বাংলাদেশ ছাত্রলীগ নবগঠিত মালয়েশিয়া শাখার অভিষেক ও ঈদ পুনর্মিলনী গতকাল রবিবার কুয়ালালামপুর হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মো. শাহিনুল ইসলাম পাটোয়ারি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারও নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে হবে। ছাত্রলীগের প্রতিটি কর্মীকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমুন্নত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা জনগণের মাঝে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 
আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে। আর সে কাজটি আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি ছাত্রলীগের কর্মীদেরকেই বেশি করে করতে হবে বলে জানান বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম, মনিরুজ্জামান মনির, হুমায়ূন কবির, শফিকুর রহমান, কবি আলমগীর হোসেন, শওকত হোসেন তিনু, মালয়েশিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক তাজকীর আহমেদ, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেকুজ্জামান মিতুল, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ মালয়েশিয়া শাখার নতুন কমিটির সহ-সভাপতি তুরিকুল আলম চৌধুরী, লায়েক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম রায়হান কবির, আরমান হোসেন, জহির রায়হান, রিয়াজ উদ্দিন ফাহাদী, সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদ নিজাম, আরাফাত হোসেন আলীম, মৌদুদ মোল্লা, আবুল কাশেম শাহিন, জুয়েল ব্যাপারী, সজিবুল ইসলাম, কাজী মো. ফয়সাল প্রমুখ।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মালয়েশিয়া খবর

  •   মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৬৯ অভিবাসি আটক
  •   মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  •   প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার দাবি মালয়েশিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের
  •   মালয়েশিয়ায় বৈধ-অবৈধ সকল অভিবাসীদের ফ্রি টিকা প্রদানের ঘোষণা
  •   দেশে ফেরার পথে কুয়ালালামপুর এয়ারপোর্ট করোনা আক্রান্ত দুই বাংলাদেশি আটক
  •   মালয়েশিয়া ফেরার অনুমতি পাচ্ছেন না ছুটিতে থাকা প্রবাসীরা
  •   ফের লকডাউন কুয়ালালামপুর
  •   মালয়েশিয়ার 'এমএম গ্রুপ অফ কোম্পানি'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে
  •   মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত
  •   মালয়েশিয়ায় শর্তসাপেক্ষে জুমার নামাজ আদায়ের অনুমতি