Sylhet View 24 PRINT

দেশে টাকা দ্রুত পাঠাতে মালয়েশিয়ায় 'ইউপে ফেলমো' অ্যাপ চালু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২৭ ০১:১৪:৪৮

বৈধ উপায়ে দেশে টাকা পাঠাতে মালয়েশিয়ায় চালু হয়েছে ‘ইউপে ফেলমো’র মোবাইল অ্যাপ। স্ব-দেশি মালিকানাধীন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সহজে দেশে টাকা পাঠানোর সুবিধা নিয়ে ফেল্ডা মোবাইল কোম্পানী চালু করেছে এই  ‘ইউপে ফেলমো’ নামে ব্যাংকিং অ্যাপ সুবিধা।

এ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা সহজেই দেশে তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন। প্রেরিত টাকা ইউপে গ্রাহক ছাড়াও বিভিন্ন ব্যাংক, এজেন্ট এবং এটিএম মেশিন থেকে উত্তোলন করা যাবে বলে জানালেন কোম্পানীর সিইও প্রকৌশলী সাব্বির চৌধুরী।

শনিবার সন্ধ্যায় কোম্পানীর মিটিং রোমে সাংবাদিকদের সঙ্গে কার্যপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় কোম্পানীর সিইও প্রকৌশলী সাব্বির চৌধুরী সাংবাদিকদের বলেন,  মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সহজে টাকা পাঠানোর সুবিধা নিয়ে ‘ইউপে ফেলমো’ চালু করেছে মোবাইল ব্যাংকিং অ্যাপ সুবিধা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাব্বির চৌধূরী বলেন, অবৈধ পন্থায় টাকা না পাঠাতে প্রবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কাজ করবে তার কোম্পানী। একই সঙ্গে হুন্ডিকে দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলেও জানান তিনি।


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.