আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

আরব আমিরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৯ ১৩:৫০:৩৬

আরব আমিরাত :: আরব আমিরাতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আরব আমিরাতের পূর্ব ঊপকূলীয় অঞ্চলের মাসাফিতে স্থানীয় সাংস্কৃতি ও জ্ঞান উন্নয়ন মন্ত্রনালয়ের সভাকক্ষে বাংলাদেশী প্রবাসীদের আয়োজনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি রাতে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্টানে সভাপতিত্ব করেন মো. মোক্তার মিয়া ও উপস্থাপনা করেন সানজিদা ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে আরব আমিরাত ও বাংলাদেশ উভয় দেশের জাতীয় সংঙ্গীত উপস্থাপনে সম্মান প্রদর্শন করা হয়।
শুরুতে আরবী ভাষায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাহমা মোক্তার প্রমি এবং রাহিমা মোক্তার হিমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতি ও জ্ঞান উন্নয়ন মন্ত্রনালয়ের কর্মকর্তা মহাম্মদ ছেইপ আল জাহাবী। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাংস্কৃতি ও জ্ঞান উন্নয়ন মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তা ইব্রাহীম আস শামসী।
বিশেষ অতিথি ছিলেন হাজী শফিকুল ইসলাম সফিক, মো. আব্দুল মতিন, আব্দুস ছামাদ আজাদ, হুমায়ুন কবির, রহমত আলী ও কামরুল হাসান পাপলু।

স্থানীয় সাংস্কৃতি ও জ্ঞান উন্নয়ন মন্ত্রনালয় মাসাফি শাখার পক্ষ থেকে বিশেষ অতিথীদেরকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্টানে সঙ্গীত পরিবেশন করেন সম্পা সফিক ও অন্তরে বাউল গ্রুপ।
জাদু ম্যাজিক পরিবেশন করে আনন্দে পরিপূর্ন করে তুলেন জাদু শিল্পি মো. সানোয়ার।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসী ও কমিউনিটির ব্যক্তিত্ব স্বপরিবারে উপস্থিত ছিলেন।
অনুষ্টানে আরব আমিরাতের প্রশাসন ও গনমাধ্যম কর্মী স্থানীয় লোকজন মিশর, সিরিয়া ও ভারতসহ বিভিন্ন কমিউনিটির আরব আমিরাত প্রবাসী।
কমিউনিটির প্রধান মো. মুক্তার মিয়া বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে  প্রকাশ্যে আন্তর্জাতিক মান বজায় রেখে।
সিলেটভিউ২৪ডটকম/০৯ মার্চ ২০১৯/মোমু/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...