Sylhet View 24 PRINT

দুবাইয়ে প্রবাসীদের লাশ বহনে বিমানের ফ্লাইট আসছে: বিমান প্রতিমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৬ ১৪:০৫:৪২

লুৎফুর রহমান :: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, আওয়ামী লীগ প্রবাসীবান্ধব সরকার। দেশের রেমিটেন্সে দুবাই প্রবাসীদের সিংহভাগ ভূমিকা রয়েছে। তাই প্রবাসীদের মরদেহ বহনের সুবিধার্থে আগামি মাসেই বাংলাদেশ বিমানের বড় ফ্লাইট দুবাই আসবে। সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, দীর্ষদিন ধরে বড় ফ্লাইটের অভাবে দুবাই তেকে লাশ বহনে সমস্যা হচ্ছে। আগামি মাসেই আপনাদের এ সমস্যার সমাধান হবে। প্রবাসীরা প্রতিনিয়ত বিমানবন্দরে হয়রানির শিকার হন তা থেকে প্রবাসীদের মুক্ত করতে দ্রুত পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ বিমানে সেবার বদলে শোষণ এমন কোন কর্মকর্তা থাকলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। প্রবাসীদের সেবার মান আরো আন্তরিক করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, প্রবাসীদেরকেও সচেতন হতে হবে। কোন প্রবাসীদের মৃত্যু হলে তার নিকটাত্মীয়রা যেন দ্রুত দূতাবাসকে জানিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে সহয়তা করতে হবে।

বৃহস্পতিবার শারজাহের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিআইপি রাখাল কুমার গোপ। যুগ্ম সম্পাদক জি এম জায়গীরদার, নাসির উদ্দিন কায়সার ও মোর্শেদুল কাদের মুন্নার যোৗথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, কমার্শিয়াল কাউন্সেলর ড. এ কে এম রফিক আহাম্মেদ, আওয়ামি লীগে উপ কমিটির সাবেক সহ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সহ আরো অনেকে।

আরো বক্তব্য রাখেন  মাহবুবুর রহমান, মীর আহমেদ, এহসান চৌধুরী,  খোরশেদ মোবারক,  হানিফ ভুইঞা,   লুৎফুর রহমান,  আরিফুল হক, নাজমুল হোসেন,   এস, কে আলাউদ্দিন,  হোসেন মাহমুদ আলতাফ, আনসারুল হক, হানিফ ভুট্টু, আকতার হোসেন রাজু, ইউনুস চৌধুরী,  ইকবাল হোসেন, এনামুল হক, ফাহাদ আলী, মীর খালেদ, হারুন রসিদ রংগু, মুস্তাফিজুর রহমান, সামাদ সোহেল প্রমুখ।

এ সময় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মানা স্মারক প্রদান করা প্রবাসী নানা সংগঠনের পক্ষ থেকে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ মার্চ ২০১৯/লুর/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.