আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আমিরাতে মেরাজুন্নবীর আলোচনা ও দোয়া মাহফিলে হুছাম উদ্দিন ফুলতলি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-৩০ ১৪:১৮:১৯

লুৎফুর রহমান, আরব আমিরাত :: বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয়ের যাকাত বোর্ডের সদস্য, আনজুমানে আল ইসলাহের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলি বলেছেন, ইসলাম ও সুন্নাহের আলোকে জীবন গঠন সবচে' উত্তম জীবন। ইসলাম মানবিক ধর্ম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কল্যাণে সময় ব্যয় করার তাগিদ দেয়া হয়েছে ইসলামে।

সংযুক্ত আরব আমিরাতে মেরাজুন্নবীর আলোচনায় এ কথা বলেন তিনি।

শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় এই আলোচনার আয়োজন করে আনজুমানে আল ইসলাহ আরব আমিরাত শাখা।

সংগঠনের সভাপতি মাওলানা জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী নেজামুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ক্বারী মাহমুদুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ থেকে আগত কলামিস্ট ফরিদ উদ্দিন, বদরুল ইসলাম চৌধুরী, আব্দুর রব, আব্দুল লতিফ, জি এম জায়গীরদার, দেলওয়ার হোসেন চৌধুরী, ডা. শামসুল ইসলাম মুন্না, মোহাম্মদ উজ্জ্বল সহ আরো অনেকে।

এ সময় বাংলাদেশ কমিউনিটির সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাফেজ ফয়েজ আহমদের ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মতিউর রহমান।

বক্তব্য রাখেন- জাহাঙ্হীর আলম, কামরুজ্জামান জুয়েল, মুহিবুর রহমান খালেদ, ক্বারী দেলোয়ার হোসেন, ক্বারী বুরহান উদ্দিন, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল করিম, ক্বারী শোয়েব আলী, ইমামুল হাসান, ক্বারী জহির আলী, ক্বারী জাকির হোসেন, আক্তার হোসেন শামীম, সো. মুফিকুর রহমান, খন্দকার আবুল হোসেন, মিটন আহমদ, মির্জা আবু ছুফিয়ান, ক্বারী আব্দুল জলিলসহ আরো অনেকে।

এ সময় আল্লামা ফুলতলিতে নিবেদন করে স্বরচিত ছড়া পাঠ করেন একাত্তর টিভির প্রতিনিধি লুৎফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথিতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে বাংলাদেশ ও আরব আমিরাতের শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলি। 


সিলেটভিউ২৪ডটকম/৩০ মার্চ ২০১৯/এলআর/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...