আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখার এক রেমিট্যান্স যোদ্ধার লাশ পড়ে আছে কাতারের মর্গে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-০৮ ২১:১৩:২০

শুয়াইব আহমদ, কাতার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু লাশ পড়ে আছে কাতারের মর্গে।

গত কাতারে ৩ এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতাল নেওয়ার পথে মারা যান আজিজুর রহমান  (৪৮)। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সৎপুর গ্রামে।

চার কন্যা ও এক পুত্র সন্তানের জনক আজিজুর রহমান ২০১৪ সালে কাতার এসেছিলেন জীবিকার টানে। ভাগ্যের নির্মম পরিহাসে মেডিকেল সংক্রান্ত জটিলতায় তিনি কাজের অনুমতি পাননি। বিশাল টাকা খরচ করে প্রবাসে গিয়ে অবশেষে নিরুপায় হয়ে তিনি আর দেশে ফিরে যাননি অবৈধ অবস্থায় কাতারে থেকে যান।

জানা গেছে, গত ৩ এপ্রিল হঠাৎ করে এপেন্ডিসাইটিসের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন আজিজুর। বৈধ ভিসা না থাকায় পাশে থাকা কেউ তাকে হাসপাতালে নিয়ে যাননি। পরে খবর পেয়ে তার ভাই এসে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক আজিজুরকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার লাশ আলখোর হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লাশ দেশে পাঠাতে অনেক টাকার প্রয়োজন, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট,  ৬ হাজার রিয়াল জরিমানা, দেশে পাঠানোর বিমান টিকেটসহ রয়েছে নানাধরণের আইনি প্রক্রিয়া।

এ বিষয়ে জালালাবাদ এসোসিয়েশান কাতার-এর সভাপতি নজরুল ইসলাম এর সাথে মোবাইলে আলাপকালে তিনি জানান আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি কিভাবে অতি দ্রুত লাশ দেশে পাঠানো যায়।

তিনি আজিজুরের লাশ দেশে পাঠানোর জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সকল প্রবাসীদের আহবান জানান।

সিলেটভিউ২৪ডটকম/৮ এপ্রিল ২০১৯/এসএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...