আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আরব আমিরাতে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ ইউএই শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৩ ১৮:৪২:৪০

আরব আমিরাত প্রতিনিধি :: সংযুক্ত আরব আমিরাতে সিলেটের জৈন্তাপুরের ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখা ও এলাকার দুস্থ মানুষদের কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে।

জৈন্তাপুর প্রবাসী গ্রুপ ইউ এ ই শাখার সাধারণ সভায় এ অঙ্গিকার করেন বক্তারা।

শুক্রবার আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন আল মামুন।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সিনিয়র নেতা জামাল আব্দুল নাসের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল্লাহ, ফারুক আহমদ, মৌলানা জামান, বেলাল উদ্দীন। 

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খালেদ বিন আব্দুলাহ। সংগীত পরিবেশন করেন জুবায়ের আহমদ।

এ সময় আরো বক্তব্য রাখেন- নাজিম উদ্দিন, শাহাব উদ্দীন, আফতাব উদ্দীন, নিজাম উদ্দীন, হুমায়ুন রশীদ কিবরিয়া ও মোঃ রুহুল।

সভার শেষে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির প্রধান উপদেষ্টা হাফিজ আব্দুল্লাহ, উপদেষ্টা ফারুক আহমেদ, মাওলানা জহির উদ্দীন।

সভাপতি গিয়াস উদ্দীন আল মামুন, সিনিয়র সহ সভাপতি বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন নিজাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ আহমদ, কোষাধ্যক্ষ আহমদ রোবেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা উসমান গণি, প্রচার সম্পাদক মোহাম্মদ আফতাব উদ্দীন।

আজীবন সদস্য হয়েছেন- মোহাম্মদ ফারুক আহমদ, হাফিজ আব্দুল্লাহ, বিলাল উদ্দীন, আহমেদ রুবেল, মোহাম্মদ আফতাব উদ্দীন, মোহাম্মদ নিজাম উদ্দীন, মোহাম্মদ হুমায়ুন রশীদ কিবরিয়া, গিয়াস উদ্দীন আল মামুন, মোহাম্মদ রুহুল।

পরে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।



সিলেটভিউ২৪ডটকম/১৩ এপ্রিল ২০১৯/এলআর/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...