Sylhet View 24 PRINT

আরব আমিরাতে শাহজালাল সিলেটী রেস্টুরেন্টর উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৫ ১৮:৩০:০৮

লুৎফুর রহমান, আরব আমিরাত :: আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা প্রায় ৭ বছর ধরে বন্ধ আছে। তবুও বাংলাদেশীরা ব্যবসা করে দেশের মান উচুতে রাখার চেষ্টা করে যাচ্ছেন।

আরব আমিরাতের শারজাহের রোলায় বাংলাদেশী মালিকানাধীন রেস্তোরা তারিক আল আরোবা কেফেটেরিয়া এন্ড রেস্টুরেন্ট ও শাহজালাল সিলেটী রেস্টুরেন্টের উদ্বোধনকালে এসব কথা বলেন বক্তারা।

বুধবার বাংলাদেশি প্রবাসি অধ্যুষিত রোলা এলাকায় উদ্বোধন পরে স্বত্বাধিকারি দেলোয়ার হোসাইন দিলু বাংলাদেশি খাবার এবং বাংলাদেশীদের জন্য বিশেষ ছাড়ের কথা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি আব্দুল রব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ থেকে আসা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ডা. সামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান খালেদ ও জবরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক চুনু মিয়া, আন্জুমানে আল ইসলাহ ইউ এ ই কেন্দ্রীয় সহ সভাপতি হারুনুর রশিদ, আজিম উদ্দিন মাস্টার, কমিউনিটি নেতা রিয়াজ উদ্দিন রউফ, আনোয়ার হোসেন, পনাইরচক সমিতির সাধারণ সম্পাদক আসাদ আহমেদ, শেখ নুরুল আবছার প্রমুখ।

পরে আন্জুমানে আল ইসলাহ আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারাণ সম্পাদক কারী নিজামুল ইসলামের দোয়া ও কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


সিলেটভিউ২৪ডটকম/২৪ এপ্রিল ২০১৯/এলআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.