আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

কাতারস্থ বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজের বাংলা নববর্ষ উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৮ ০০:৫২:৫৪

শুয়াইব আহমদ, কাতার প্রতিনিধি :: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ, বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ কাতারে উদযাপিত হয়েছে।

বাংলা নববর্ষকে বরণ করে নিতে গত শুক্রবার দোহার এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে পালিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন বয়সের পেশাজীবি মানুষ।

স্থানীয় সময় বিকেল ৪টায়বেলুন উড়িয়ে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ উৎসব কালক্রমে নতুন মাত্রা পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীদের পাশাপাশি কাতারেও মুখরিত হয়ে উঠে দোহার এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ বাঙালিদের বৈশাখী উৎসবে।

সরকারী ছুটির দিন থাকায় সকাল থেকেই বাড়তে থাকে প্রবাসীদের স্বপরিবারে আগমন। বৈশাখী সাঁজে সেঁজে নারী-পুরুষ ও শিশুরা মেলায় অংশ নেয়।কাতারের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রবাসীদের উপচে পরা ভিড়ে মেলা পরিনত হয়েছিল মহোৎসবে।

এবারের বৈশাখী মেলায় বিভিন্ন স্টলের মুড়ি, মুরকি, ছানা, সন্দেশ, দই, মিস্টিসহ নানান ধরনের মুখরোচক খাবারের গন্ধে অন্য রকমের আনন্দ অনুভূতির সৃষ্টি হয়েছিল সকলের মধ্যে।

বৈশাখী মেলায় বাংলাদেশ কমিউনিটি কাতার, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব, চাঁদপুর সমিতি, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, সানসিটি গ্রুপ, ভৈরব সমিতি, প্রাণগ্রুপসহ বিভিন্ন স্টল ছিল চোখে পড়ার মতো।ৎ

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কাউন্সিলর বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজ’র পরিচালক ল্যাফটেনেন্ট কমান্ডার আনোয়ার খুরশীদ (অব.), অধ্যক্ষ জসিম উদ্দীন, উপাধ্যক্ষ জুলফিকার, শিক্ষক তাফসির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্কুলের শিক্ষার্থীদের নানাবিধ আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেলা ছিলো প্রাণোচ্ছল।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...