Sylhet View 24 PRINT

মালয়েশিয়া কর্মস্থলে দুই বাংলাদেশি নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৬ ১৫:২৪:৩৫

শাহাদাত হোসেন, মালয়েশিয়া :: মালয়েশিয়া পেনাং পরদেশে কর্মস্থলে খেজুরের বাক্সের চাপায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

তারা হলেন- যশোরের বাকের আলী ও কুমিল্লার বোরহান উদ্দিন রাব্বানী।

রবিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পেনাং শহরের পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রিয়াল এলাকা বুকিত মিনাইং, বুকিত মেরতাজামের একটি গোডাউনে খেজুর নামানোর সময় কাঠের প্লেট ও খেজুরের বাক্সের চাপায় নিহত হন।

প্রতিদিনের মতো খেজুর লোড করার কাজে ব্যস্ত ছিলেন নিহত ২ বাংলাদেশিসহ আরও অনেকেই। হঠাৎ কাঠের প্লেটসহ খেজুরের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।

বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেনাং কন্স্যুলারের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নিহত বাংলাদেশি দুইজন একই কোম্পানিতে কাজ করতেন। তারা দু’জন বৈধ, আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবে। মালিক নিজ খরচে দুটি লাশ দেশে পৌঁছে দেবে। পরিবারকে ক্ষতিপূরণ দেবে।

তাদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই দ্রুত দেশে পাঠানো হবে বলে ।



সিলেটভিউ২৪ডটকম/০৬ মে ২০১৯/এসএইচ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.