Sylhet View 24 PRINT

কাতারে পাতাল রেলের যাত্রা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৯ ১১:৫৭:০৪

শুয়াইব আহমদ, কাতার :: ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার ইতিমধ্যে বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বমানের দৃষ্টিনন্দন স্টেডিয়াম নির্মাণ ও বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে দেশটি ধীরে ধীরে পরিণত হচ্ছে একটি আদর্শিক পর্যটন নগরী হিসাবে।

তরলায়িত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সবচেয়ে বড় উৎপাদক ও রপ্তানিকারক দেশটি তেল রপ্তানিতেও বিশ্বের অন্যতম।

উন্নয়নের ধারাবাহিকতায় বহুল প্রতীক্ষিত দোহা মেট্রো রেড লাইন সাউথ পরিবহনটি গত বুধবার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মূলত কাতারের বর্তমান যানজট নিরসন ও অতিদ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রোরেল চালু করেছে কাতার সরকার।
একজায়গা থেকে অন্য জায়গায় যেতে মেট্রোরেল যাত্রীদের জন্য বর্তমান নির্ধারিত ভাড়া কাতারি ২ রিয়াল ধার্য করা হয়েছে পাশাপাশি ৬ রিয়াল দিয়ে 'ডে পাশ' কিনে দিনে যতবার খুশি মেট্রোতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

শুরুতেই আলকাসসার স্টেশন থেকে আল ওয়াকরা পর্যন্ত মোট ১৩টি স্টেশনে যাতায়াত করবে মেট্রো রেল। আপাতত
রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো রেড লাইট সাউথ চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

মেট্রোরেলের উদ্বোধনী যাত্রায় কাতারি নাগরিক ও বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের পাশাপাশি বাংলাদেশী প্রবাসীরা ভ্রমণে অংশগ্রহণ করেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.