Sylhet View 24 PRINT

আমিরাতে আহাদ ফাউন্ডেশনের ক্বোরআন তেলাওয়াতের সফল সমাপ্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৬ ১৪:০১:৪৮

লুৎফুর রহমান, আরব আমিরাত :: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে সৈয়দ আহাদ ফাউন্ডেশন আয়োজিত তেলাওয়াতে ক্বোরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রাণবন্ত উপস্থিতি আর শান্তির বাণী পবিত্র ক্বোরআনের সুমধুর সুরে মুখরিত ছিলো শারজাহের রেডিসন ব্লু হোটেল।


শুক্রবার বিকেল ৩টা থেকে ৫ম আসরের ফাইনাল রাউন্ডের ৩ গ্রুপের মোট ১৬ জন প্রতিযোগি অংশ নেয়। তাদের সুলীত কণ্ঠে পাঠ করে ক্বোরআনের পবিত্র বাণী। প্রতিযোগিতায় হাফেজ গ্রুপ (এ) তে যথাক্রমে বিজয়ী হয়েছেন প্রথম- মো. আব্দুল আজিজ, দ্বিতীয়- মো. ওমর হাফেজ, তৃতীয়- আবু বকর, চতুর্থ-মোহাম্মদ, পঞ্চম-সাইফুল্লাহ ও ষষ্ঠ:-সাদ খোরশেদ আলম। বি গ্রুপে বিজয়ী হয়েছেন যথাক্রমে প্রথম -উম্মে কুলসুম, দ্বিতীয়-মোহাম্মদ মাইনুল ইসলাম, তৃতীয়-সামিয়া আল রহমান, চতুর্থ-মাহফুজা খাতুন, পঞ্চম-নুসরাত জাহান। সি গ্রুপে যথাক্রমে বিজয়ী হয়েছেন প্রথম-মীর তালহা, দ্বিতীয়-জাহেদুল হোসেন, তৃতীয় -মীর জাহিদ, চতুর্থ-নুসরাত জাহান ও পঞ্চম:-ওবায়েদ।

প্রতি গ্রুপে প্রথম পুরস্কার ছিলো ৭০০০ দেরহাম। ২য় পুরস্কার ৫০০০ দেরহাম। তৃতীয় পুরস্কার ৩০০০ দেরহাম। চতুর্থ পুরস্কার ১০০০, পঞ্চম পুরস্কার ১০০০ দেরহাম এবং প্রতি বিজয়ীকে সনদপত্র তুলে দেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

মাসব্যাপি বর্ণাঢ্য এ কার্যক্রমের বিচারক ছিলেন কারী আজাহার, বাংলাদেশ থেকে আগত কারী নাজমুল হাসান, কারী মুহিবুর রহমান মঞ্জুর, মাওলানা শহিদুল্লাহ আজাহারি ও কারি মুস্তাফিজুর রহমান।


সৈয়দ আহাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল গণি চৌধুরী, যুগ্ম সম্পাদক  জাহাঙ্গীর আলম রুপু ও কাজী মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।


অনুষ্ঠানে বরাবরের মতো কমিউনিটির বরেণ্য একজন বাংলাদেশিকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এবারের সম্মাননা পেয়েছেন দুবাই চিড়িয়াখানার পরিচালক ড. রেজা খান।


অনুষ্ঠানে এই মহতি কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইয়ুব আলী বাবুল, রাজা মল্লিক, আবুল কালাম সি আইপি, ইঞ্জিনিয়ার নওশের আলী, শরাফাত আলী, আব্দুল কুদ্দুছ, আব্দুল আলিম, এম এ বাশার, শাহ মোহাম্মদ মাকসুদ, আবুল কালাম, ইঞ্জিনিয়ার করিমুল হক, হাজী আব্দুল করিম, হাজী আব্দুর রব, লায়ন নজরুল ইসলাম, জিল্লুর রহমান, জাকির হোসেন, নুরুল আলম, আমিরুল ইসলাম এনাম, হাজী শফিকুল ইসলাম, নাজিম উদ্দিন সহ আরো অনেকে।


অনুষ্ঠান সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন ফাউন্ডেশনের কো চেয়ারম্যান মাজাহারুল ইসলাম মাহাবুব, সহ সভাপতি মাহাবুবুর রহমান, সাইফুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক :-মীর আহম্মেদ, মেহেদী ,ইমাম হোসেন পারভেজ, শোয়েব, মানিক, জাকির, হাবিব, শিমুল মোস্তফা সহ ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ।


বাছাই পর্বে আমিরাতে অবস্থানরত তিনশত হাফেজ ও সাধারণ প্রবাসী ছাত্রছাত্রী অংশ নেয়। এবারের আসরে হাফেজদের মধ্যে প্রথম হয়েছেন হাফেজ আব্দুল আজিজ।


প্রসঙ্গত, বিগত ৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কমিউনিটির মাঝে সৈয়দ আহাদ ফাউন্ডেশনের এ কার্যক্রম কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে। এটি কমিউনিটির সর্ববৃহৎ বার্ষিক অনুষ্ঠানে রূপ নিয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/২৬ মে ২০১৯/লুর/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.