Sylhet View 24 PRINT

আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০৩ ১১:৪৪:০০

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব ও দূতালয় প্রধান প্রবাস লামারং বলেছেন, প্রবাসে সাংবাদিকরা সচেতনতাভাবে প্রবাসীদের সুখ-দু:খ নিয়ে লিখেন বলেই আমরা যথা সময়ে জানতে পারি এবং সমাধান করতে চেষ্টা করি। ভবিষ্যতেও প্রবাসীদের নিয়ে ভালো খবর প্রচারের আহবান জানান তিনি। তাতে দেশের ও প্রবাসীদের সম্মান বৃদ্ধি পাবে।

১ জুন শনিবার আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) উদ্যোগে প্রবাসীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্থানীয় ইয়াসমিন রেস্টুরেন্ট হলরুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবদুল মান্নানের সঞ্চালনায় সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা প্রকৌশলী আবু নাসের, দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ সবুর, রাস আল খাইমা বাংলাদেশ স্কুল এন্ড কলেজের সভাপতি পেয়ার মেহাম্মদ, বাংলাদেশ সমিতি সারজার সভাপতি এম এ বাশার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মনসুর সবুর, সারজা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীর, প্রবাসী মিরসরাই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাজাহার উল্লাহ মিয়া, প্রবাসী সাংবাদিক সমিতির উপদেষ্টা আরটিভি প্রতিনিধি মাহাবুব হাসান হদয়, ইউএই আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবু হেনা, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার আহমেদ প্রমুখ।
 
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ সমিতি সারজার সাবেক সাধারণ সম্পাদক ও ইউএই বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফা মাহমুদ, আজমান বিএনপির সভাপতি শাহানুর শাহিন, ইউএই শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম, গাজী জাকের, দুবাই বঙ্গবন্ধু মহিলা পরিষদের সভাপতি কাউছার নাছ, কবি ও সাংবাদিক ওবায়দুল হক প্রমুখ।

উপস্থিত ছিলেন- প্রকৌশলী করিমুল হক, সাংবাদিক শামীম চৌধুরী, প্রকৌশলী মোরশেদ, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সমিতির অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবুল, ইউএই শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ জাকির, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা নিশাত জাহান, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ- মহিলা সম্পাদিকা শাহিন আকতার রনি, মিসেস মান্নান, প্রকৌশলী করিমুল হক, জায়েদ পারভেজ ইমাম, মিসেস নজরুল, সাংবাদিক ওবায়দুল্লাহ মানিক, সাংবাদিক শামীম চৌধুরীসহ বাংলাদেশ কমিউনিটি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.