Sylhet View 24 PRINT

আমিরাত সরকারের গোল্ডকার্ড প্রাপ্ত সিলেটের মাহাতাবুরকে সংবর্ধনা প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৬ ১৬:৩৭:০৯

আরব আমিরাত প্রতিনিধি :: আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেছেন, প্রবাসে দেশের সম্মান বৃদ্ধিতে আপনারা কাজ করবেন। দেশে পর্যাপ্ত পরিমাণ রেমিট্যান্স পাঠাবেন ও বিনিয়োগ করবেন। দেশের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে এই দেশের আইন কানুন মেনে চলবেন।

তিনি বলেন, আরব আমিরাত সরকারের ঘোষিত গেল্ডকার্ড পেয়ে বাংলাদেশের এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও আল হারামাইন পারপিউম কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহাতাবুর রহমান নাসির সিআইপি বাংলাদেশ ও প্রবাসীদের জন্য যে সম্মান অর্জন করেছেন তা খুবই প্রশংসনীয়। আপনারা যারা এই দেশে ব্যবসা বাণিজ্যে ভালো অবস্থানে আছেন তারাও এই রকম সম্মান অর্জনে সচেষ্ট থাকবেন।

১৫ জুলাই (সোমবার) বাংলাদেশ কমিউনিটি দুবাই উত্তর আমিরাতের উদ্যোগে দুবাই ক্রাউন প্লাজা হোটেল হলরুমে মাহাতাবুর রহমান নাসিরকে দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুবাই চিড়িয়াখানার প্রধান ডা. রেজা খানের সভাপতিত্বে ও দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। 

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, দুবাই কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

বক্তব্য রাখেন- নওশের আলী, প্রকৌশলী মোরশেদ, সাইফুর রহমান, কাজী মোহাম্মদ আলী, রাজা মল্লিক, মাহাবুবুল আলম মানিক, আবুল কালাম সিআইপি, ইসমাইল গনি চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদ, আবুল বাশার, জিএম জাগিরদার, ইয়াকুব সোনিক, জাগির হোসেন চুটু, লায়ন নজরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০১৯/এমএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.