Sylhet View 24 PRINT

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আমিরাতে নির্মিত হচ্ছে স্কুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০১ ০০:৩৫:৫৬

লুৎফুর রহমান, আমিরাত :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে 'শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল স্কুল অ্যান্ড কলেজ' (বর্তমান বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ) নির্মিত হতে যাচ্ছে।

মঙ্গলবার রাস-আল-খাইমার ইকোনমিক জোন (RAKEZ) এর সাথে ৫০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খানসহ স্কুল পরিচালনা পর্যদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে স্কুল কার্যালয়ে এ ক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান ও স্কুল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আগামি কর্ম পরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রবাসে হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন দেশ-বিদেশে নজির হয়ে থাকবে। সেই সাথে পরবাসে বেড়ে ওঠা প্রজন্ম এই মহাপুরুষের ইতিহাস জানতে পারবে সহজেই। এ সময় আরো উপস্থিত ছিলেন কনসুলেটের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান, প্রথম সচিব (শিক্ষা-সংস্কৃতি ও পর্যটন) রফিকুল আমিন, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক আবদুস সবুর, ব্যাংক আব্দুল করিম সুজা, আইয়ূব আরী বাবুলসহ আরো অনেকে।

প্রসঙ্গত, এই স্কুল নানা সমস্যার কবলে পড়লে সম্প্রতিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাত সফরকালে স্কুলটি টিকিয়ে রাখতে সরকারিভাবে অর্থ সহায়তার আশ্বাস দেন। আরব আমিরাতে বসবাসরত প্রবাসিরাও আর্থিক সহায়তা করে যাচ্ছেন। বাংলাদেশি কমিউনিটি এ স্কুলটি ১৯৯১ সালে রাস আল খাইমায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৮৭ হাজার বর্গফুট আয়তনের অবকাঠামো তৈরি ও অন্যান্য খরচ মিলে এতে ব্যয় হতে পারে প্রায় ১৫ মিলিয়ন দিরহাম।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.