Sylhet View 24 PRINT

বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবীতে কাতারে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০২ ১৭:২০:৫০

কাতার প্রতিনিধি :: স্বাধীন বাংলার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মস্বীকৃত খুনি দন্ডপ্রাপ্ত নুর চৌধুরীকে কানাডা থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কাতার।

শোকাবহ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দোহার স্হানীয় হিরাজিল রেস্তোরাঁয় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ আহমদ এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন দোহা মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি শুয়াইব আহমদ এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালেক,
মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার আবু রায়হান, বকলামিস্ট ও সাংবাদিক নুর মোহাম্মদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাতার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মালেক আহমদ, সাধারণ সম্পাদক ইউনুস মজুমদার, যুবলীগ কাতার শাখার সহ সভাপতি আতিকুল মৌলা মিটু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দোহা মহানগর শাখার সাধারণ সম্পাদক লিমন শাহ, সাংগঠনিক সম্পাদক শিপার আহমদ শিমু, বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখার সাধারণ সম্পাদক আনহার আনু, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাতার শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মশহুদ আহমদ।

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও দেশীয় ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাহলে এ বাংলার মানুষ কলঙ্কমুক্ত হবে এবং বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।

এসময় তারা কানাডায় পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি দন্ডপ্রাপ্ত নুর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জোর দাবী জানান।

তারা আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে তারা ভেবেছিল বাংলাদেশ নিঃশেষ হয়ে যাবে কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বিশ্ব নন্দিত রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজ অগ্রসরমান আধুনিক বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ দোহা মহানগর শাখার সভাপতি আবু তাহের চৌধুরী, সহ সভাপতি জামিল আহমদ, কাতার কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সভাপতি আবিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ, আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান চৌধুরী বাবু, লোকমান আহমদ, যুবলীগ কাতার শাখার সহ সভাপতি সেলিম রেজা, আলাউদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাতার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ কে এম আজাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দোহা মহানগর শাখার সহ সভাপতি বদরুল ইসলাম মিসবাহ, আবু সাইদ চৌধুরী লিপু, যুগ্ম সাধারণ সম্পাদক দিপক মল্লিক, জুবায়ের হোসাইন জাইন, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাতার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, এমাদুর রহমানসহ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২ আগস্ট ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.