Sylhet View 24 PRINT

কাতার আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৫ ১৮:৫৯:৫৭

কাতার প্রতিনিধি :: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা।

সংগঠনের সভাপতি শফিকুল কাদের ও সাধারণ সম্পাদক খন্দকার আবু রায়হানের নেতৃত্বে ১৫ ই আগস্ট সকালে কাতারস্হ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বলেন ১৫ আগস্ট কেবল একজন রাষ্ট্র নায়ককে নৃশংসভাবে হত্যা করা হয়নি, বরং এর পেছনে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকেও ধূলিসাৎ করা হয়েছে।

আমরা মনে করি, সপরিবারে বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হওয়ায় দেশ ও জাতি যেমন হাফ ছেড়ে বেঁচেছে, তেমনি ইতিহাসেরও দায়মুক্তি ঘটেছে। এখন বাকি পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে এবং ১৫ আগস্টের ধারাবাহিকতায় নিহত জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হতে হবে। আমরা ১৫ আগস্ট এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে নির্মমভাবে নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।



সিলেটভিউ২৪ডটকম/১৫ আগস্ট ২০১৯/এএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.