আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বাংলাদেশ সমিতি শারজায় শোক দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৭ ১৪:৫৬:১৯

লুৎফুর রহমান :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চুয়াল্লিশ বছর পর প্রথম বারের মতো বাংলাদেশ সমিতি শারজাহে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এর যৌথ আয়োজক ছিলো  বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও বাংলাদেশ সমিতি শারজাহ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির নিজস্ব ভবনে আলোচনা সভা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে  দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সকল স্তরের প্রবাসিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল বাশার।

সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতার স্বপ্নপূরণের পথে এগিয়েছে বাংলাদেশ। লক্ষ্যমাত্রায় পৌঁছাতে নিজদেশেকে ভিনদেশিদের কাছে ইতিবাচক তুলে ধরতে প্রবাসিদের আহবান জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনী।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনস্যুলেটের কর্মকর্তা কামরুল হাসান, মুহাম্মদ মনোয়ার হোসাইন, নুর-ই মাহবুবা জয়া ও মোজাফফর হোসাইন।

এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, অবসরপ্রাপ্ত ল্যাফটেন্যান্ট গুলশান আরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আমিরাত শাখার ম্যানেজার দিলিপ কুমার, ইঞ্জিনিয়ার আবু নাসের, কাজী মোহাম্মদ আলী, হাজী শফিকুল ইসলাম সহ কমিউনিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন৷

অনুষ্ঠানে সংহতি সাহিত্য পরিষদ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ৪৪ টি সবুজ টিপসই এর আয়োজন করে। কনসাল জেনারেল এবং সমিতির সভাপতি এ কার্যক্রমের সূচনা করেন।

এদিকে বাংলাদেশ সমিতি আবুধাবী ও ফুজাইরাহ শাখাও এবার প্রথমবারের মতো শোকদিবস পালন করায় আরব আমিরাতে বসবাসরত সচেতন বাংলাদেশিদের মধ্যে সন্তুষ্টি বিরাজ করছে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ আগস্ট ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...