আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

দুবাইয়ে জাতীয় শোক দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২৪ ১৬:৫৬:১৭

নিজস্ব প্রতিবেদক :: সংযুক্ত আরব আমিরাত ও দুবাই আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেণেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে দুবাই আওয়ামী লীগের আহ্বায়ক মাসুক উদ্দিন ইউসূফের সভাপতিত্বে এবং দুবাই আওয়ামী লীগের সদস্য সচিব সোহরাব হোসেন ও সারোয়ার মুহুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

প্রধান অতিথির বক্তৃতায় আজাদুর রহমান আজাদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল তারাই ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে। খন্দকার মোস্তাকের দোসররা এখনো দেশে ঘাপটি মেরে বসে আছে। এদের ষড়যন্ত্র নস্যাৎ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কবির আহমেদ, শহীদ উল্লাহ মজুমদার, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. মহিউদ্দিন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম, আল আইন আওয়ামী লীগের সভাপতি লোকমান আহমদ আবির, আওয়ামী লীগের উপদেষ্টা হারুনুর রশীদ, মুজিবুর রহমান, সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সহ সভাপতি তাজ উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আহমেদ, আজমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকিত, শারজাহ আওয়ামী লীগের সহ সভাপতি আজিম মাস্টার, সাতুয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ রুমেল, সঞ্জয় ঘোষ, জুনেদ আহমদ, মেহেদী হাসান, চিত্তরঞ্জন, মাজহারুল ইসলাম জুয়েল, ইমরান আহমেদ, মো. জমসেদ, সাদিকুর রহমান চুনু, ফয়ছল আহমেদ, কাজী মো. শিব্বির আহমেদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২৪ আগস্ট ২০১৯/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...