আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

কাতারে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাত্তারের বিদায় সংবর্ধনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-০৬ ১৬:৫৮:৩৫

কাতার প্রতিনিধি :: জালালাবাদ এসোসিয়েশন কাতার শাখার সাবেক সভাপতি আব্দুস সাত্তারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসোসিয়েশনের উদ্যোগে কাতারের রাজধানী দোহার স্থানীয় অভিজাত গ্র্যান্ড কাতার প্যালেস হোটেলে বৃহস্পতিবার রাতে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাতারে নিযুক্ত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত আসুদ আহমদ।

সংগঠনের সভাপতি মো. কপিল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মালেক আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি বুরহান উদ্দিন শরীফ, মো. নজরুল ইসলাম সিসি, বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, কমিউনিটি নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন কাতারের সহ সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক আবু তাহের চৌধুরী, দপ্তর সম্পাদক শুয়াইব আহমদ, অর্থ সম্পাদক বদরুল ইসলামসহ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি রুহের কবির, সহ সভাপতি আবিদুর রহমান ফারুক,  কাতারস্হ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ কমিউনিটি কাতারের বিশিষ্টজন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিদায়ী সভাপতি আব্দুস সাত্তারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।



সিলেটভিউ২৪ডটকম/০৬ সেপ্টেম্বর ২০১৯/এএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...