Sylhet View 24 PRINT

আমিরাতে প্রথমবারের মতো বাংলাদেশি কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-০৭ ১৪:০৬:১০

লুৎফুর রহমান :: সংযুক্ত আরব আমিরাতে সরকারি হিসাবে বাস করেন ৭ লাখ বাংলাদেশি। তার মধ্যে কয়েকহাজার পরিবার বাস করনে। যাদের সন্তানেরা উচ্চ শিক্ষিত হয়ে দেশ ও দশের জন্য সম্মান বয়ে আসছেন। কিন্তু এসব সন্তানদের ফলাফলের পর কোন আনুষ্ঠানিক সংবর্ধনা কখনো হয়নি।

এই বছর প্রথমবারের মতো আমিরাতে বসবাসরত বাংলাদেশী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও বাংলাদেশ সমিতি শারজাহের যৌথ উদ্যোগে এ আয়োজনে ছিলো শিক্ষার্থী ও তাদের অভিবভাবকদের প্রাণবন্ত উপস্থিতি।

বৃহস্পতিবার বাংলাদেশ সমিতি শারজাহ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম এ বাশার।

সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বলেন দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণের জন্যে শিক্ষাকেই মূল হাতিয়ার হিসাবে বেছে নিতে হবে। সুশিক্ষিত নতুন প্রজন্মই হচ্ছে আমাদের দেশের সম্পদ। এদের এগিয়ে যেতে উৎসাহিত করতেই এই উদ্যোগটি নেয়া হয়েছে বলে জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি ইউনুস গনি চৌধুরী, ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, প্রবাস লামারং, মোজাফফর হোসেন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইসমাইল গনি, জাহাঙ্গীর আলম রুপু, ইমাম হোসেন পারভেজ, আবুল কালাম আজাদ, জি এম জায়গিরদার, আবু নাসের, আবু হেনা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত প্রায় ৩০টি স্কুলের ১৫০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মুখে ছিল হাসি আর অভিভাবকদের করতালিতে মুখরিত ছিল গোটা পরিবেশ।



সিলেটভিউ২৪ডটকম/০৭ সেপ্টেম্বর ২০১৯/এলআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.