আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শীঘ্রই আমিরাতের আজমানে বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা হচ্ছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৫ ০৯:৩৭:২৮

লুৎফুর রহমান ::আরব আমিরাতের দুবাই, শারজাহ, আজমানে বাংলাদেশি কোন স্কুল নেই। বাংলাদেশি প্রজন্ম এ জন্য নিজস্ব ইতিহাস ঐতিহ্য জানা থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে অনেক কম আয়ের বাবা মা তাদের সন্তানদের এখানে পড়াশোনা করাতে হিমশিম খাচ্ছেন। এই সমস্যা দূর করার লক্ষ্যে আজমানে শীঘ্রই বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠা হচ্ছে বলে জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।

মঙ্গলবার তিনি বাংলাদেশ সমিতি শারজাহ কার্যালয়ে বাংলাদেশি ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও বাংলাদেশ সমিতি শারজাহ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী।

সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ এর পরিচালনায় সমিতির লক্ষ্য উদ্দেশ্য এবং উদ্দেশ্য এবং বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা বিষয়ে বক্তব্য রাখেন কনসুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন।

এ সময় ডিপ্লোমা প্রকৌশলী সমিতির পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খন্দকার মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাইযূম সহ আরো অনেকে।

কনসাল জেনারেল এ সময় আরো বলেন, বাংলাদেশ স্কুলটি বাংলাদেশ সমিতির অদীনে নির্মিত হবে। যেহেতু এটি আমিরাত সরকারের নিবন্ধিত বৈধ সংগঠন এজন্য ১৫৫০ দেরহাম দিয়ে এ সমিতির আজীবন সদস্য হয়ে স্কুল প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে সকল প্রবাসিদের তিনি আহবান জানান। সেই সাথে তিনি আরো জানান, আপনাদের এই এগিয়ে আসার পর বাকি যে অংশটুকু থাকবে সেটি পূরণে রাস আল খাইমা স্কুলের মতো বাংলাদেশ সরকার সহায়তা করবে।

সি‌লেট‌ভিউ২৪ডটকম/১৫‌ সে‌প্টেম্বর ২০১৯/মিআচৌ
 

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...