Sylhet View 24 PRINT

কাতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২৯ ১৫:২২:০৪

শুয়াইব আহমদ, কাতার :: বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,র ৭৩ তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

শনিবার রাতে কাতারের রাজধানী দোহার স্থানীয় অভিজাত সালিমার রেস্তোরাঁয় গ্লোবাল অ্যালায়েন্স এন্ড ইমিউনাইজেশন ( জিএভিআই) কর্তৃক 'ভ্যাকসিন হিরো' সম্মাননায় ভূষিত ও উন্নত - সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রুপকার  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এবং  জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশন এর সহ সভাপতি ও লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী এটর্নি জেনারেল ও বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু।

বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মালেক আহমদ, জামাল হোসেন ও মোস্তাফিজুর রহমান রিপন এর যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল কাদের।

বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, উপদেষ্টা জসিম উদ্দিন দুলাল কাতারের বিশিষ্ট ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা কপিল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটি কাতার এর সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম,সহ সভাপতি ফেরদৌস আলম চৌধুরী, মনিরুজ্জামান, জি এস সুমন, আবিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক আবু রায়হান, সহ অর্থ সম্পাদক এম, এ, আলম ভাবলু, যুবলীগ কাতার শাখার সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, শ্রমিক লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক জহির আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজ বিশ্ব দরবারে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে সবার কাছে পরিচিত।
জননেত্রী শেখ হাসিনা জনগণের জন্য কাজ করার নানা উদ্যোগ গ্রহণ করেছেন।  বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।

এসময় তারা চললাম দূর্ণীতির বিরুদ্ধে অভিযান কে সাধুবাদ জানিয়ে বলেন, নেত্রী নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছেন, দূর্নীতিবাজ অপরাধী কেউ ছাড় পাবেন না তাঁর কাছে এসবের কোন আশ্রয়-প্রশ্রয় নেই।

তারা বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
তাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে দলের নেতাকর্মীদের নিবেদিত নিঃস্বার্থভাবে কাজ করার আহবান জানান।

জন্মদিনের অনুষ্ঠান কাতারের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের স্বতস্ফুর্ত অংশগ্রহনে এসময় নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের প্রতি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৯ সেপ্টেম্বর ২০১৯/এসএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.