Sylhet View 24 PRINT

আরব আমিরাতের আল-আইন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২৯ ১৭:২০:৩১

লুৎফুর রহমান, আরব আমিরাত :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে এগিয়ে যাবে। উন্নয়ন এভাবে অব্যাহত থাকলে খুবই শীঘ্রই বাংলাদেশ মর্যাদাশীল উন্নত রাষ্ট্রে পরিণত হবে। 

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের একটি রেস্তোরায় আল-আাইন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা একথা বলেন।

মোরশেদ আলম জাহাঙ্গীর কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয়।

সংগঠনের আহবায়ক মাস্টার শামসুল আলমের সভাপতিত্বে সদস্য সচিব সাংবাদিক হাবিবুর রহমান ফজলু ও মহিবুর রহমান মুহিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল।

প্রধান বক্তা ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন ইউছুফ।

বিশেষ অতিথি ছিলেন- ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কাউছার নাজ, আল-আইন আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান হোসাইন আনু, আলী আহমেদ ফারুক, আবদুল হামিদ, বাতির মিয়া, শাহ আবদুল কাদির, রফিক, সিরাজুল ইসলাম, মাসুক আহমেদ রুমেল, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরওয়ার মুহুরী, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা নিশাত জাহান, জাহাঙ্গীর আলম, নাহিদ আহমেদ, আলমগীর হোসেন, হুমায়ুন আহমেদ, শামীম আহমেদ,আজাদুর রহমান আজাদ,সাইদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মিজবাহ উদ্দিন আহমেদ, কমর উদ্দিন আহমেদ, মোহাম্মদ জামাল উদ্দিন, জামসেদ আহমেদ, মেহেদী হাসান নিলয়, সঞ্চয় গোস, ফারুক আহমেদ, মনির আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমা আহমেদ, ছাদেকুর রহমান, শামসুল করিম জাহাঙ্গীর, শেখ মাহাবুবুল আলম মধু, নুরুল ইসলাম, ওসমান হোসেন বাচ্চু, শাহাবুদ্দীন শুভ, গিয়াস উদ্দিন, করিম আহমেদ রাজ, জামাল উদ্দিন, ইহমেন আহমেদ, ফয়সল আহমেদ, বাবুল হেসেন, আবদুল মান্নান, গিয়াস উদ্দিন সৌকত, ইমতিয়াজ আহমেদ, রিপন চৌধুরী, জিয়াউল করিম সুমন প্রমুখ।

আলোচনা সভা শেষে লোকমান হোসাইন আনুকে সভাপতি, মহিবুর রহমান মহিব সাধারণ সম্পাদক ও নুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৫৭ সদস্য বিশিষ্ট আল-আইন আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২৯ সেপ্টেম্বর ২০১৯/এলআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.