Sylhet View 24 PRINT

দুবাইয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে নির্বাচনী এলাকার প্রবাসিদের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৯ ১৩:০৮:৪১

লুৎফুর রহমান, আরব আমিরাত :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমদ এম পি'র সাথে মতবিনিময় সভা করেছেন দুবাই প্রবাসী বৃহত্তর সিলেট ও গোয়াইনঘাট,জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের প্রবাসিরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

দুবাই আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসী সিলেটী কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এম,পি বলেন, প্রবাসে দক্ষ শ্রমিকের বিকল্প নেই। প্রবাসিদের জীবন মান উন্নয়নে সরকার প্রবাসিদের লাশ বহন, প্রবাসি বীমা সহ নানা প্রবাসি বান্ধব উদ্যোগ নিয়েছে। এ সময় তিনি আমিরাতের আইন মেনে চলতে সকল প্রবাসিকে আহবান করেন।

বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মনিরুস সালেহীন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা মিসেস নুর-ই-মাহবুবা জয়া, দ্বিতীয় সচিব মোজাফফর আহমদ সহ আরো অনেকে।

এ সময় বক্তব্য রাখেন- মাস্টার আজিম উদ্দিন, নজরুল ইসলাম, জহির উদ্দিন, কাছা উদ্দিন কাছা, রহমত আলী শোয়েব, মো. রফিক আহমেদ, রহিম উদ্দিন,কলিম উদ্দিন, ইমরান আহমদ, মোহাম্মদ নূর হোসেন, এম আবুল হাসনাত, জালাল উদ্দীন, নাজির আহমদ।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আপ্তাব উদ্দীন, আসফাক আহমদ হেলাল, শাহাব উদ্দীন, নুরুল হুদা, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, মুছা আল আকবর, মোঃ বদরুল ইসলাম, আব্বাস উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, শফিকুর রহমান, দেলোয়ার হোসেন, আক্তারুজ্জামান, শাহনুর আহমদ, শামীম আহমদ সহ আরো অনেকে।

এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান নির্বাচনী এলাকার প্রবাসিরা।


সিলেটভিউ২৪ডটকম/১৯ অক্টোবর ২০১৯/আরএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.