Sylhet View 24 PRINT

কাতারে ডেপুটি স্পিকারকে নাগরিক সংবর্ধনা প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-২৩ ১৫:২৫:৪৯

কাতার প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়াকে কাতারে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার কাতারের রাজধানী দোহার স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাতারে নিযুক্ত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত আসুদ আহমদ।

কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা বুরহান উদ্দিন শরীফের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম এবং সাংগঠনিক সম্পাদক রাজ রাজীব এর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সভাপতি কপিল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি শফিকুল কাদের, সাধারণ সম্পাদক খন্দকার আবু রায়হান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ২ শতাংশ হারে প্রণোদনার ঘোষণা দেওয়া হয়। প্রবাসীরা ১০০ টাকা দেশে পাঠালে ২ টাকা প্রণোদনা পাবেন। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম রেমিটেন্সে এ ধরনের প্রণাদনা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটি কাতার এর সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সহ সভাপতি আবুল কাশেম, আবদুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক আহমদ, জামাল হোসেন , জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু, কমিউনিটি নেতা সৈয়দ আনা মিয়া, এনামুজ্জামান এনাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


সিলেটভিউ২৪ডকম/২৩ অক্টোবর ২০১৯/এসএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.