Sylhet View 24 PRINT

আবুধাবীতে বাংলা টাইগার্স মাঠে নামবে ১৬ নভেম্বর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১২ ১৮:০৯:৪৫

লুৎফুর রহমান, আরব আমিরাত :: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে অনুষ্ঠেয় আবুধাবী টি ১০ লীগে বাংলাদেশি মালিকানাধিন দল 'বাংলা টাইগার্স' আমিরাতে বাংলাদেশিরা যে ইমেজ সংকটে ভোগছেন তা উত্তরণ ঘটাতে চায়। খেলার মাঠে বিশ্বকাপের মতো বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক তুলে আনতে চায়।

সোমবার আমিরাতের রাজধানী আবুধাবীতে প্রবাসিদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন বক্তারা।

কমিউনিটি নেতা ও বাংলা টাইগার্সের আমিরাত কো-অর্ডিনেটর লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী ও এফএমসি গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টি-টেন ক্রিকেট লীগের তৃতীয় সংস্করণ ১৬ই নভেম্বর মাঠে গড়াবে এবং চলবে ২৪শে নভেম্বর পর্যন্ত। ১০ ওভারের এই ক্রিকেট আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশের মালিকানাধীন দল ‘বাংলা টাইগার্স’। আমিরাতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ‘বাংলা টাইগার্স’ ফ্র্যাঞ্চাইজি। আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি সমর্থকদের আবুধাবির ভেন্যুতে যাতায়াতের সুবিধা দিবে। আরব আমিরাতে বিভিন্ন জায়গা থেকে স্টেডিয়ামে আসার জন্য বাংলা টাইগার্স ৬০ টি বাসের ব্যবস্থা করার সিদ্ধান্ত দিয়েছে।

বাংলা টাইগার্স আমিরাত কো-অর্ডিনেটর লায়ন নজরুল ইসলাম তালুকদার আরো জানান, বাংলাদেশি দলের খেলা দেখতে প্রবাসিদের ২০০০ টিকেট ফ্রি দেয়া হবে। লাল সবুজের জার্সি, ক্যাপ দেওয়া হবে। সব দলের সেলিব্রেটি ব্রান্ড অ্যাম্বেসেডর থাকলেও বাংলা টাইগার্সের ব্রান্ড হলেন বাংলাদেশি প্রবাসিরা। প্রবাসীদের সম্মান জানিয়ে আমাদের দলের ব্রান্ড  করেছি প্রতিটি প্রবাসিকেই। আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে বাংলা টাইগার্সের ভরসা বাড়িয়ে দিয়েছেন। এভাবে আবুধাবী স্টেডিয়ামেও প্রবাসীদের হাজার হাজার বাংলাদেশী উপস্থিত হয়ে বাংলা টাইগার্সকে উৎসাহ যোগাবেন।

বিশেষ অতিথি ছিলেন- কমিউনিটি নেতা ইমদাদ হোসেন, হাবিবুল হক হাবিব, আকতার হোসাইন রাজু, ইউনুস শিকদার, রেজাউল করিম, আব্দুল হক, রেজাউল করিম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জমশেদ, নূর হোসেন, ইমাম হোসেন সহ আরো অনেকে।

আরো উপস্থিত ছিলেন- বাংলা টাইগার্সের সহকারী কোচ ইয়াসিন আরাফাত, খেলোয়ার আবুল হাসেম রাজা, বাংলা টাইগার্সের কো-অর্ডিনেটর সোহেল আহমদ।

প্রসঙ্গত, বাংলা টাইগার্স এর প্রথম ম্যাচ ১৬ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে আবুধাবীতে অনুষ্ঠিত হবে। ম্যাচে মাঠে থাকতে সকল প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/১২ নভেম্বর ২০১৯/এলআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.