Sylhet View 24 PRINT

আবুধাবিতে প্রবাসীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২১ ১৮:৪৭:৫৩

আরব আমিরাত সংবাদদাতা :: সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বুধবার আবুধাবির একটি হোটেলে জীবন পরিবর্তক ( Life Changer ) শিরোনামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ কর্মসূচির আওতায় প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা, কম্পিউটার প্রশিক্ষণ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং গাড়ী চালনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধিদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, এ প্রশিক্ষণের ফলে বাংলাদেশী কর্মীগণ সংযুক্ত আরব আমিরাতে অধিকতর ভালো পেশায় নিয়োজিত হতে পারবেন, যা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে।


সিলেটভিউ২৪ডটকম/২১ নভেম্বর ২০১৯/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.