Sylhet View 24 PRINT

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রীসেবার মান উন্নত হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২৫ ১৮:১৩:২১

আমিনুল হক :: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রিমলাইনার (৭৮৭-৮) উড়োজাহাজ ‘গাঙচিল’। ডিসেম্বরেই আরেকটি সর্বাধুনিক বোয়িং বিমান বহরে যুক্ত হবে এবং বিমানের সুনামটা অক্ষুণ্ন রাখবে, সুনাম বাড়াবে, যাত্রীসেবার মান আরও উন্নত হবে। উড়োজাহাজগুলোর যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। যারা এর সঙ্গে সম্পৃক্ত আছেন এটা সবার দায়িত্ব। নিজেরদেশ, নিজস্ব সম্পদ সে কথা মনে রেখে আপনাদের কাজ করতে হবে। বিমান বাংলাদেশের স্বাধীনতার একটা প্রতীক, দেশের পতাকা বহন করে। পৃথিবীর বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে বাংলাদেশকে চিনবে, জানবে, সম্মান করতে পারবে।
 
সংযুক্ত আরব আমিরাতে চুনারুঘাট প্রবাসী কল্যান পরিষদের উদ্যোগে আয়োজিত গণ-সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।

চুনারঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য সচিব হারুনুর রশিদ রংগুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আব্বাস উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট কমিউনিটি নেতা অধ্যাপক এম এ সবুর, আইয়ুব আলী বাবুল, বদরুল ইসলাম চৌধুরী, ইসমাইল গনি চৌধুরী, হাবিবুল হক হাবিব, শফিকুল ইসলাম, কাজী মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ও কাছা উদ্দিন কাছা।

অনুষ্টানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ইয়াকুব সৈনিক, হারুনুর রশিদ, মুজিবুর রহমান, রহমত আলী শোয়েব, আবু হেনা চৌধুরী, গীতি কবি একে আজাদ লালন, বদরুল হোসেন সিদ্দিকী, যুবনেতা মুন্না, বচন মিয়া তালুকদার, আব্দুল মতিন, আজিম মাষ্টার, শাহিন আহমেদ তালুকদার, তেরা মিয়া বকুল, এম আবুল হাসনাত, মোরশেদুল কাদের মুন্না, ফারুক আহমদ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল জলিল সহ আরো অনেকে।

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন- চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক দরবেশ আলী, হাবিবুর রহমান, সদস্য নোমান আহমদ, মাসুদ মিয়া প্রমুখ।

এছাড়া আমিরাতের বিভিন্ন সামাজিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্টানের শুরুত্বেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালাল উদ্দিন। অনুষ্টানে প্রধান অতিথিকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

প্রধান অতিথি এ্যাডভোকেট মাহবুব আলী বক্তব্যের পরেই চুনারুঘাট উপজেলা প্রবাসী কল্যান পরিষদ সংযুক্ত আরব আমিরাতের নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন।

চুনারুঘাট উপজেলা প্রবাসী কল্যান পরিষদ আহবায়ক আব্বাস উদ্দিনকে সভাপতি এবং হারুনুর রশিদ রংগুকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য অনুমোধন প্রধান করেন।


সিলেটভিউ২৪ডটকম/২৫ নভেম্বর ২০১৯/এএইচ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.