Sylhet View 24 PRINT

আমিরাতে হোমনা তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের অভিষেক, সংবর্ধনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-০১ ২০:৫৯:৫৩

আমিরাত প্রতিনিধি :: দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধারা আর দেশ টিকিয়ে রাখছেন প্রবাসীরা। তাই বৈধপথে যারা টাকা পাঠায় তাদের সরকারি আলাদা একটি পরিচয়পত্র দিয়ে বিমানবন্দরসহ নানা জায়গায় মূল্যায়ন করতে হবে।

আমিরাতের আজমানে কুমিল্লা-২, হোমনা তিতাস প্রবাসীকল্যাণ পরিষদের অভিষেক ও  সংবর্ধনায় এ কথা বলেছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও কুমিল্লা-২ আসনের সাংসদ সেলিমা আহমদ মেরী।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, প্রবাসীদের জান মালের নিরাপত্তা দেয়াসহ তাদেরকে দেশের মানুষের মতো সেবা দিতে আমি এ সংগঠনের জন্ম দিয়েছি। এমন সংগঠন বাংলাদেশের প্রতি সংসদীয় আসনে হলে দেশের চিত্র পাল্টে যাবে।

শুক্রবার আজমানের একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আউয়াল আলম মিয়া। ৫২ বাংলা টিভির সংবাদপাঠিকা তিশা সেনের পরিচালনায় শুরুতে জাতীয় সংগীতে নেতৃত্ব দেন একাত্তর টিভির প্রতিনিধি লুৎফুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহবায়ক এসডি তারিকুল ইসলাম দূর্জয় এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির ব্ক্তব্যে এফবিসিআই এর সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, প্রবাসীরা ক্ষুদ্র বিনিয়োগ করতে চাইলে নিজ এলাকায় শুরু করতে পারেন। সে জন্য যাবতীয় সহযোগিতা তিনি করবেন বলেও জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন হোমনার তারিকুল আমিন। উদ্বোধক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মহিউদ্দিন খন্দকার এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিআইপি মাহাবুল আলম মানিক, মোস্তাফা কামাল, নুরুল ইসলাম, ফিরুজ খান, মনির হোসেন, মোশারফ হোসেন ফারুক, আইয়ুব নবী, এটি এম সেলিম, আবুল হোসেন, শাহনাজ বেগম, মামুন খালেদ আক্তার, জাকির হোসেন, আলাউদ্দিন, সাইফুদ্দিন, অলি আহমেদ, মাইন উদ্দিন, ওমর ফারুক, রিগেন মোল্লা, মো. স্বপন, ছিদ্দুকুর রহমান, মো. ফারুক, আবু হানিফ, আল আমিন, মো. জামান, রহমত উল্লাহ, হানিফ, সবুজ, মমিন, আবুল কালাম আজাদ , জামাল, বিলালসহ আরো অনেকে।

অনুষ্ঠানে সাংসদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১ ফেব্রুয়ারি ২০২০/লুৎফুর/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.