Sylhet View 24 PRINT

‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৬ ১৯:৩৪:২৬

সৌদিআরব প্রতিনিধি :: মধ্যেপ্রাচ্য বিএনপির সাংগঠনিক আহমদ আলী মুকিব বলেছেন, দেশে গনতন্ত্র ও আইনের শাসন নেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করাতে হবে।

শনিবার মধ্যেপ্রাচ্য বিএনপির সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় সর্বস্তরের নেতাকর্মী শুভেচ্ছা জানাতে আসলে তিনি নেতাকর্মীদের এ আহবান জানান।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বহির্বিশ্ব সহ দেশে সরকার বিরোধী দুর্বার আন্দোলন গড়ে তোলতে হবে।

মুকিব আরো বলেন, বহির্বিশ্বে বর্তমান সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপ আর গু্ম, খুন, হত্যা ও বিএনপির নেতা কর্মীদের হয়রানির প্রতিবাদে তুমুল আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞা ও শপথ নেন।

উল্লেখ্য মধ্যেপ্রাচ্য বিএনপিকে দেখবাল করার সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মধ্যেপ্রাচ্য বিএনপিকে ঢেলে সাজাতে দায়িত্ব দেওয়া হয়েছে ।

শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ ফেব্রুয়ারি ২০২০/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.