Sylhet View 24 PRINT

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে বিডিসি দুবাই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০৩ ১৪:৩৯:৪৪

আমিনুল হক, সংযুক্ত আরব আমিরাত ::সংযুক্ত আরব আমিরাতে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এবং বাংলাদেশ কমিউনিটি ইউএই আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। উক্ত টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ কমিউনিটি খোরফাক্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ কমিউনিটি দুবাই ফুটবল টিম।
 
শুক্রবার দুবাইয়ের আল আবির স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কমিউনিটি দুবাই টিমের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ কমিউনিটি খোরফাক্কান।
 
বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনের পরিচালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন কন্সাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। এছাড়া কনসুলেটের কর্মাশিয়াল কাউন্সেলর কামরুল হাসান, শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান, দূতালয় প্রধান প্রবাস লামারাং সহ কন্সুল্যেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক এম এ সবুর, আইযুব আলী বাবুল, ইসমাইল গণি চৌধুরী সহ টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলের প্রতিনিধিবৃন্দ ও আমিরাতে বসবাসরত কমিউনিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ কমিউনিটি দুবাই টিমের মধ্যে উপস্থিত ছিলেন  চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, কোচ মাজহারুল্লাহ মিয়া, সহকারী কোচ সবুর আহমদ, টিম ম্যানেজার হাজী শফিকুল ইসলাম, কো-অর্ডিনেটর সাংবাদিক আমিনুল হক, যুগ্ন কো-অর্ডিনেটর কুতুব উদ্দিন, সদস্য ইকবাল হোসেন, রুজেল তরফদার, আব্দুল মুকিত, ফরিদুল ইসলাম সহ সকল খেলোয়াড় বৃন্দ।
 
খেলায় বাংলাদেশ কমিউনিটি দুবাই ৬-০ গোলর বিশাল ব্যবধানে বাংলাদেশ কমিউনিটি খোরফাক্কানকে হারিয়ে টুর্ণামেন্টের ফেবারিট তকমা লাগিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। টুর্ণামেন্টে দ্বিতীয়বারের মত হ্যাট্টিক সহ ৫ গোল করে দুবাই টিমের স্ট্রাইকার অজয় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এবং এ পর্যন্ত ১০ গোল করে টুর্ণামেন্টের সেরা গোল দাতার দৌড়ে এগিয়ে আছেন। অপর ১ টি গোল করেন স্ট্রাইকার আকমল। খেলায় হেরে যাওয়ায় টুর্ণামেন্ট থেকে বিদায় নিয়েছে বিডিসি খোরফাক্কান।

সিলেটভিউ২৪ডটকম/৩ মার্চ ২০২০/আমিনুল হক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.