Sylhet View 24 PRINT

বাংলাদেশ থেকে দোহাগামী বিমানের ফ্লাইট বাতিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০৯ ১৭:৩৫:৪৬

কাতার প্রতিনিধি :: করোনাভাইরাস থেকে কাতারে বসবাসরত সকল নাগরিকদের সুরক্ষা বিবেচনায় ইতিপূর্বে বাংলাদেশসহ সর্বমোট ১৪ টি দেশের নাগরিকদের কাতার প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

সেই নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ থেকে কাতারের দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটগুলো সাময়িক বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি সূত্র ফ্লাইট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা থেকে সপ্তাহে ৪ দিন দোহা যেতো ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট। প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান নিষেধাজ্ঞার কারণে কাতারগামী ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে একটি খালি ফ্লাইট দোহায় গিয়ে সেখান থেকে ঢাকায় আগতদের নিয়ে আসবে।

রিজেন্ট এয়ারওয়েজের এক কর্মকর্তা জানান, দোহায় সপ্তাহে ৪ দিন যাওয়া কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী রোববার রাত থেকে আমাদের কোন ফ্লাইট কাতারে আর যাচ্ছে না।


সিলেটভিউ২৪ডটকম/০৯ মার্চ ২০২০/এএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.