Sylhet View 24 PRINT

ওমান প্রবেশে নিষেধাজ্ঞাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-১৬ ১১:২২:৫৪

রেজওয়ান আহমদ সুজন, ওমান :: করোনাভাইরাস প্রতিরোধে ওমান প্রবাসি ও বিদেশী নাগরিদের প্রবেশে  নিষেধাজ্ঞাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার ( ১৫ মার্চ) নভেল করোনাভাইরাস কোভিড-১৯ বিস্তার মোকাবেলায় জন্য গঠিত সুপ্রিম কমিটির এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত ঘোষনা করা হয়।

ওমানে স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ হামুদ বিন ফয়সাল আল-বুসাইদির সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় সুপ্রিম কমিটির সম্মতিক্রমে করোনভাইরাস সম্পর্কিত সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করে নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

১. সমস্ত স্থল, বায়ু এবং সমুদ্র সীমান্ত দিয়ে জিসিসির দেশগুলির নাগরিক ছাড়া অ-ওমানীদের সুলতানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

২. ওমানে স্থল, বায়ু এবং সমুদ্র সীমান্ত দিয়ে প্রবেশ করা ওমানি নাগরিক সহ সবাইকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

৩. সুলতানতের জাতীয় উদ্যান সহ সকল প্রকার পার্ক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪. পবিত্র জুমা ( শুকবার ) নামাজ স্থগিত করা হয়েছে।

৫. বিবাহ কিংবা সামাজিক অনুষ্ঠান সহ সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

৬. বেসরকারী খাতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট  স্থগিত সহ একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

৭. সুপ্রিম কমিটি  এক সিদ্ধান্ত অনুযায়ী ওমানের সমস্ত সিনেমা হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া করোনাভাইরাস মোকাবেলায় রবিবার ( ১৫ মার্চ) থেকে ওমানের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় ( এমওএইচ) সর্বশেষ তথ্য অনুযায়ী ওমানে আর ২ জন করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়। এ নিয়ে ওমানে করোনাভাইরাস রোগীর সংখ্যা ২২ জন। যার মধ্যে ৯ জন রোগী সুস্থ হয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ মার্চ ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.