Sylhet View 24 PRINT

প্রাণঘাতী করোনায় কাতারে একদিনে আক্রান্ত ২৭৯

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ১২:৫৭:৪৮

কাতার প্রতিনিধি :: সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে রবিবার কাতারে আরও ২৭৯ জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে জানানো হয় এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৬০৪ জন এবং মৃত্যু বরণ করেছেন ৪ জন যাদের মধ্যে দুই জন বাংলাদেশি ও দুই জন কাতারি নাগরিক এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন রবিবার পর্যন্ত ১২৩ জন ও ১৪৭৭ জন চিকিৎসাধীন আছেন।

মন্ত্রনালয় থেকে আরও জানানো হয় সর্বশেষ মৃত্যু বরণকারী ৮৮ বছর বয়সী একজন কাতারি নাগরিক
যিনি বেশ কয়েকটি দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন এবং রক্তে তীব্র ব্যাকটিরিয়া সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ও পরিক্ষা করে জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ৩ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার ৫ মার্চ সকালে মৃত্যুবরণ করেন। এসময় জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.