আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কাতারে এক সিলেটীর রহস্যজনক মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১৬ ১৯:১১:৫৪

কাতার প্রতিনিধি :: কাতারে রহস্যজনকভাবে এক প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার সকালে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিহতের নিকটাত্মীয় কাতার প্রবাসী আলী হোসেন।

তবে কিভাবে মৃত্যু হয়েছে তার কোন সঠিক তথ্য তার কাছ থেকে জানা যায়নি।

মৃত ব্যক্তির নাম শামীম আহমদ সায়েম ( ৩৬) তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বুরহানপুর গ্রামের মৃত ইব্রাহীম আলীর পুত্র।

এবিষয়ে নিহত শামীম আহমদের আপন সহোদর রুমেল আহমদের সাথে কাতার থেকে বাংলাদেশে মোবাইল ফোনে প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, শুক্রবার রাতে সেহরি শেষে আমার ভাই ফোন করে ভাবী ও উনার সন্তানদের সাথে কথা বলেছেন। সেইসময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং শারীরিক কোন অসুস্থতার কথাও জানাননি। আজ (শনিবার) সকালে আমরা জানতে পারি তিনি মারা গেছেন।

দুই সন্তানের জনক নিহত শামীম আহমদ জীবন-জীবিকার টানে তিনবছর পূর্বে কাতার আসেন তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের সহোদর রুমেল আহমদ কান্না জড়িত কন্ঠে প্রতিবেদককে জানান, আমরা শুধু আমাদের ভাইয়ের লাশটা দেখতে চাই।

মৃতদেহ দেশে পাঠাতে তিনি বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বিষয়টি কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমানকে অবগত করলে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।



সিলেটভিউ২৪ডটকম/১৬ মে ২০২০/এএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...