Sylhet View 24 PRINT

ভূকশিমইল সমাজকল্যাণ পরিষদ কাতারের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২২ ০১:২৫:৪৮

কাতার প্রতিনিধি :: কাতারস্থ ভূকশিমইল ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তৃতীয়_বারের মতো বাংলাদেশে কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১৬৩টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ইউনিয়নের ১৬৩টি পরিবারের ঘরে ঘরে বাংলাদেশে অবস্থানরত সংগঠনের নেতৃবৃন্দ নগদ অর্থ পৌঁছে দেন।

সংগঠন এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জীবন রহমান জানান- নগদ অর্থ কোনরকম ফটোসেশান ছাড়াই ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সংগঠন এর নেতৃবৃন্দ এবং ঈদের পরে একজন কন্যা দায়গ্রস্ত পিতার মেয়ের বিয়েতেও আমাদের সংগঠন এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে প্রবাসে কর্মহীন থেকেও যারা বাংলাদেশে অসহায় প্রতিবেশীদের কথা চিন্তা করে করোনার এই কঠিন সময়ে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, সংগঠন এর পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আল্লাহ আমাদের এই দানকে কবুল করুন। গোনাহ গুলো মাফ করে দিন এবং বিশ্ববাসীকে করোনা মহামারী থেকে হেফাজত করুন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.