Sylhet View 24 PRINT

ওমানে ৭৮৭ বন্দীর সাজা মওকুফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২২ ১১:২৭:০৪

রেজওয়ান আহমদ সুজন, ওমান :: ওমানে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে প্রতিবারের মত এবারও বিভিন্ন মেয়াদে কারাগারে বন্দি থাকা কয়েদিদের মুক্তি দেয়া হচ্ছে।

দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারিক ৭৮৭ জন বন্দীকে মুক্তি দেয়ার আদেশ দিয়েছেন। যার মধ্যে ৩০১ জন প্রবাসী নাগরিক রয়েছেন। তবে, তারা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি।

জানা যায়, গত বছরের তুলনায় এই বছর ৩০৯ জন বেশি কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে। ২০১৯ সালে ঈদুল ফিতরে উপলক্ষে মুক্তি দেয়া হয়েছিল ৪৭৮ জন বন্দীকে।

উল্লেখ্য, প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং পবিত্র হজ্ব উপলক্ষে ওমানের জেলে বন্দীদের জন্য সুলতান এই ক্ষমা ঘোষণা করেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ মে ২০২০/আরএএস/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.