আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

করোনা: কাতারে আরও দু'জনের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৩ ২০:০১:২৩

কাতার প্রতিনিধি :: কাতারে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১ হাজার ৭৩২ জন নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার দুপুরে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৫২ জন নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়েছে। যাদের মধ্যে ১ হাজার ৭৩২ জন নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। 

এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ২১৩ জনে দাঁড়ালো।

এদিকে শনিবার সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও ৬২০ জন, এনিয়ে দেশটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৮ হাজার ৫১৩ জনে পৌঁছেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ হাজার ৬৭৯ জন।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয় আজকে ৫৫ বছর ও ৩৮ বছর  বয়সের আরও ২ জন কাতারে বসবাসকারী ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে, তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সর্বমোট ২১ জন। যাদের মধ্যে ৪ জন বাংলাদেশি, ১৬ জন কাতারে বসবাসকারী ও ১ জন কাতারি নাগরিক।

এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৃত ব্যক্তিদ্বয়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আত্মার মাগফিরাত কামনা করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২৩ মে ২০২০/এসএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...