Sylhet View 24 PRINT

কাতারে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও সুস্থের রেকর্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩০ ২০:০৮:৫৬

কাতার প্রতিনিধি :: কাতারে করোনাভাইরাসে নতুন করে আরও ২ হাজার ৩৫৫ নাগরিক আক্রান্ত হয়েছেন। এছাড়াও ৫ হাজার ২৩৫ জন করোনা সংক্রমিত রোগী চিকিৎসা শেষে নিজগৃহে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যায় আক্রান্ত ও সুস্থ হওয়ার রেকর্ড।

শনিবার  (৩০ মে) স্হানীয় সময় দুপুরে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯১ জন নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্য থেকে ২ হাজার ৩৫৫ জন করোনা সংক্রমিত রোগী হিসেবে সনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ২৬২ জনে দাঁড়ালো।

মন্ত্রণালয় থেকে জানানো হয় - এখন পর্যন্ত দেশটিতে  করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৬ জন ও করোনাভাইরাস থেকে সম্পূর্ণরূপে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৩৯ জনে পৌঁছেছে। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৯ হাজার ৩৮৭ জন।

সিলেটভিউ২৪ডটকম/ ৩০মে ২০২০/শুয়াইব/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.