Sylhet View 24 PRINT

কাতারে শিগগিরই উন্মুক্ত হচ্ছে মসজিদের দ্বার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৪ ০১:২০:২৮

শুয়াইব আহমদ :: সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে এখনো পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে স্কুল কলেজ মসজিদ মাদরাসা সরকারি বেসরকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান, গণপরিবহন সহ জনসমাগম এর গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে বন্ধ।

কোভিড-১৯ বা নোবেল করোনাভাইরাস অত্যন্ত সংক্রমক একটি ভাইরাস,যা মানুষ থেকে মানুষের শরীরে অতিদ্রুত ছড়িয়ে পড়ে। তাই মুলত এর সংক্রমণ ঝুঁকি এড়াতেই বিভিন্ন দেশের সরকার ও সংশ্লিষ্ট কতৃপক্ষ ইতিপূর্বে গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ।

২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতারে করোনাভাইরাস এর সংক্রমণ রোধে চলতি বছরের গত মার্চ মাসের ১৭ তারিখ কাতার ধর্ম মন্ত্রণালয় ও আওকাফ এর এক জরুরী সিদ্ধান্তে দেশটির সকল মসজিদ ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য সবধরনের নামাজ আদায়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। যা এখন পর্যন্ত চলমান রয়েছে।

তবে কাতার এর জাতীয় মসজিদ ছিলো এই নিষেধাজ্ঞার আওতা মুক্ত। সেই সময় শুধুমাত্র জাতীয় মসজিদের ইমাম, মোয়াজ্জেন ও সীমিত মুসল্লী নিয়ে নামাজ আদায় এর অনুমতি দেওয়া হয়। যা এখনো বিদ্যমান।

পবিত্র ঈদুল ফিতরের নামাজেও ছিলো নিষেধাজ্ঞা।শুধু মাত্র জাতীয় মসজিদে সর্বোচ্চ ৪০ জনের ঈদের নামাজ আদায়ে ছিলো অনুমতি।

তবে খুব শিগগিরই মসজিদ এর দ্বার ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য খুলে দেওয়া হবে। সেই জন্য কাতার ধর্ম মন্ত্রণালয় ও আওকাফ এর যৌথ উদ্যোগে চলছে কাজ। মুসল্লীদের নির্ধারিত দূরত্ব বজায় রাখার স্হান নির্ধারণ করা হচ্ছে মসজিদে মসজিদে।

এবিষয়ে মন্ত্রণালয় থেকে খুব শিগগিরই জনসাধারণের জন্য নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে চালানো হবে জনসচেতনতা মূলক প্রচারণা।

এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য উন্মুক্ত হবে দেশটির প্রতিটি মসজিদের দ্বার।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.